সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় আরমান ফকির নামের ২ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার সকালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাড় ডাকুয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আরমান ওই এলাকার লিটন ফকিরের ছোট ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহির সর্দার।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন ফকির মাছের আড়তে কাজ করেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে তিনি কাজে যান। আরমানের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে খেলতে ছিল আরমান। খেলতে গিয়ে সকলের অগোচরে কোনো একসময় বাড়ির পাশে কুয়ায় পড়ে যায়। পরে কুয়ায় ভাসতে দেখে আরমানকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে।