মো.নাহিদুল হকঃ কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের আলিপুর গ্রামে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য এই নামাজ পড়া হয়। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন।
গত কয়েক দিন এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। খোলা আকাশের নিচে তিন শতাধিক মুসুল্লি নিয়ে এই নামাজের জামাতে ইমামতি করেছেন আলীপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসাইন।