আপন নিউজ অফিসঃ মাহে রমজানের পরে ঈদের আমেজে মেতে উঠে সবাই, আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করে ঈদের পোশাক বিতরণের অসহায় মানুষদের মাঝে ঈদের খুশিকে ছড়িয়ে দিতে "আমরা কলাপাড়াবাসী" ইভেন্টের মাধ্যমে নতুন পোশক বিতরণ করেছে এলাকার প্রায় দুই শতাধিক শিশু ও কিশোরদের মাঝে!
বুধবার বিকাল সাড়ে ৩ টা থেকে খেপুপাড়া মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, হাসিব, অর্থ সম্পাদক মেহেদী হাসান রাতুল সহ সংগঠনের অন্য সেচ্ছাসেবকরা।
এ সময় আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি মুহাম্মদ আল ইমরান, নেছার উদ্দিন ও সদস্য নাজমুস সাকিব, মো: আশিকুর রহমান, মো: নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, ‘প্রত্যেকেরই ইচ্ছে থাকে ঈদে নতুন কাপড় পড়ার; কিন্তু অনেক শিশুদের এই স্বপ্ন অর্থের অভাবে অধরাই থেকে যায়। আর কেউ যদি তাদের হাতে ঈদের আগে নতুন পোশাক তুলে দেয় তাহলে তাদের আনন্দের সীমা থাকে না। শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এ উদ্যোগ। আর এ কাজে বিশেষ ভাবে সহযোগিতা করেছে কলাপাড়া পৌরসভার বন্দর ব্যাবসায়ীরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি । ভবিষ্যতে অসহায় শিশুদের পাশে দাড়ানোর মত এমন কার্যক্রম আরো ব্যাপক পরিসরে করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’