সঞ্জিব দাস, গলাচিপাঃ তার এই কৃতিত্বে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচাডসহ সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুলগেরিয়ার আলবেনিয়ায় অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান স্প্রিং ওপেন-২০২৩’ টেনিস প্রতিযোগিতায় ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন সাত বাংলাদেশি জুনিয়র খেলোয়াড়। তাদের মধ্যে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন এর বড় পুত্র বিকেএসপির খেলোয়াড় কাব্য গায়েন 'ওয়াইল্ড কার্ড’পেয়েছে। বালক-১২ বছর গ্রুপে 'কাব্য গায়েন' সেরা তিন অর্জন করেছে, এই গ্রুপে ১৮টি দেশের ১২৪ জন খেলোয়াড় রয়েছে।
এর আগে বিকেএসপিতে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২২ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড় হিসেবে কাব্য গায়েন সম্মাননা লাভ করে।