সঞ্জিব দাস,গলাচিপাঃ “সুখী কৃষক সুখী দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে গলাচিপায় ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ ও বঙ্গবন্ধুর মুর্যালে পুস্প স্থবক অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মসিউল ইসলাম রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর কৃষক লীগের সভাপতি মুঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক বাদল পাল, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. মোহন সিকদার, সহ-সভাপতি অনিমেশ চন্দ্র সরকার, যুগ্ম-সাধরণ সম্পাদক মুহম্মদ ফারুক হোসেন, মো. আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক পলাশ হাওলাদার, মো. খায়রুল হাসন মামুন, আইন বিষয়ক সম্পাদক মো. হৃদয় মোল্লা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শিশির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক অটল চন্দ্র পাল সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানের সভাপতি মো. মসিউল ইসলাম রুবেল বলেন, ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগের প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদকে সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। সর্বশেষ ২০১৯ সালের ৬ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে কৃষিবিদ সমীর চন্দকে সভাপতি ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করা হয়। দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।