বিশেষ প্রতিবেদনঃ ঈদ -উল-ফিতর উদযাপনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের কেনাকাটায় শহরের দোকান পাটে উপচে পড়া ভিড়। এতে সড়কে হালকা যানবাহন চলাচলও দুস্কর হয়ে উঠেছে। এমন সময় কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে দাঁড়িয়ে নেতার ফটোসেশনে যান জটে আটকে যায় সড়ক। দীর্ঘক্ষণ পর শেষ হয় নেতার ফটোসেশন, অত:পর স্বাভাবিক হয় সড়কে যান চলাচল।
শুক্রবার সকাল ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ফটোসেশনকারী ওই নেতা সম্পর্কে জানতে উৎসুক হয়ে ওঠে স্থানীয়রা।
জানা যায়, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একজন হেভিওয়েট যুবলীগ নেতা। যিনি সর্বদা অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, টুইটারে ক্ষমতাসীন দলের এমপি হতে চাওয়ার পোস্ট দিয়ে থাকেন। এবং অনুসারী বেষ্টিত হয়ে চলাচল করে নিজেকে বড় নেতা জহির করেন। ঈদ, কোরবানি এলেই ২০-৫০ জনকে লুঙ্গি, শাড়ী, সেমাই, চিনি দিয়ে তিনি ফেসবুকে ২-৫ হাজার জনের মাঝে বিতরন করার প্রচার চালান। এবং ঘন্টায় ঘন্টায় অনুসারী বেষ্টিত হয়ে চলাচল করার দৃশ্য ফেসবুকে আপলোড করেন।
পৌর শহরের অটো চালক সেকান্দর আলী বলেন, কড়া রোদে অনেকক্ষণ সড়কে আটকা ছিলাম নেতার ছবি তোলার কারনে। ঈদের সময় দুইডা পয়সা বাড়তি পাওয়ার আশায় রাস্তায় নামছি। আর নেতায় আমাগো রাস্তায় আটকাইয়া পোলাপান লইয়া ছবি তোলে। এরা এমপি অইলে আমাগো কাম শেষ।