সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে ডাকুয়া ইউনিয়নের এক গ্রামে প্রতি বছরের মতো এবারো আগে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের গাজী বাড়ি শাহ সুফী মমতাজিয়া যাহাগিড়িয়া খানকা শরীফ ঈদগাহ ময়দান সংলগ্ন জামে মসজিদে শান্তিপূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে ইমামতি করেন জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ। তিনি দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনার মধ্য দিয়ে দোয়া শেষ করেন।