আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানের উদ্যোগে ইমামদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান উপলক্ষে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইমাম সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। ইমাম সমাবেশ বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর মোঃ সামসুল হক চৌকিদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ,ইমাম মাওলানা মোঃ আনিসুর রহমান, মাওলানা আব্দুর নুর, মাওলানা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
পৌরসভার প্রত্যেক মসজিদের ইমামকে ৫ হাজার ও মুয়াজ্জিনকে ২ হাজার ৫ 'শ টাকা ও ঈদ সামগ্রী এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, ইমামদের নগদ অর্থ, ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা (চাল) দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিষন বাস্তবায়নে ইমামদের গুরুত্ব অপরিসীম। সমাজে ইমামদের অবহেলা করা চলবে না।