সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সড়কে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে উপজেলা শহরের প্রধান সড়কে এ মোবাইল কোর্ট কাজ করেছে। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত কাজ করে এই আদালত। এসময় হেলমেট পরিধান না করায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর অপরাধে কয়েকজনকে সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। এছাড়াও যাদের হেলমেট ছিলো না তাদের বাসা থেকে হেলমেট আনিয়ে গাড়ি ছাড়া হয় এবং সতর্ক করে দেয়া হয়। অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গলাচিপা থানা পুলিশ, আনসার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এ ধরনের অভিযান সামনে আরো চলবে। সকলকে সড়ক আইন মেনে গাড়ি চালাতে হবে।