আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে সালিশি বৈঠকে শেষে হামলার ঘটনা ঘটেছে। এতে মোঃ জাহাঙ্গীর খান (৪৮) ও তার ছেলে আরিফ হোসেন (১৬) কে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ৪ নং ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোঃ জাহাঙ্গীর খান জানান, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধে দুই পক্ষ নিয়ে আমার বাড়ির সামনে নাহিদ আকন, ইউপি আব্দুল রহমান, ইউপি আলাউদ্দিন গাজী, হানিফ সারবেয়ার উপস্থিতে সালিশি বৈঠক চলছিল, দুই পক্ষের উত্তেজনা দেখে সালিশিরা চলে যায়, তারা চলে যাওয়ার পরপরই আলমগীর খান, সাহাবুদ্দিন খান, শাহ আলম খান, ওহিদুল খান, বাদল খান, আমির গাজী, জাফর হাওলাদার সহ ১০/১২ জন উত্তেজনা হয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে ও তার ছেলে কে জখম করে।