আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের আধুনিক বস্ত্রালয় আগুন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে গার্মেন্টসে থাকা সামান্য মালামাল রক্ষা করতে পারলেও অধিকাংশ কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে যায়।
সোমবার (৮ মে) আনুমানিক রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আনুমানিক রাত ২ টার দিকে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে কলাপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। এতে অনু: ৮ লক্ষ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী মো: শামীম আহম্মেদ জানায়। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।