বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কে হুমকি দেয়ার অভিযোগে কলাপাড়া থানায় জিডি করা হয়েছে।
গ্রামের জনৈক কবিরের বাড়ীর সামনে জমি সংক্রান্ত ঘটনায় পটুয়াখালীর টাউন কালিকাপুর "র মো.রিয়াজ মৃধা ১০মে সন্ধার দিকে টিয়াখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কালাম মৃধার ওপর চড়াও হয়।
অভিযোগে জানা যায়, জনৈক রেজা তালুকদার'র কাছ থেকে জমি ক্রয় করেন পটুয়াখালীর রিয়াজ মৃধা।তার জমি ও কালাম মৃধার জমির মালিকানা পৃথক পৃথক।
কালাম মৃধার জমি দখলের পায়তারা করে। বাঁধা নিষেধ করলে বিভিন্ন সময়ে মারধর করা সহ জীবন নাশের হুমকিতে প্রদান করে। স্হানিয় ভাবে শালিষ মিমাংসার জন্য একাধিক বার চেস্টা করে কালাম মৃধা।
পেশী শক্তির জোরে ক্রয় কৃত জমি অবৈধ ভাবে দখলের পায়তারায় স্হানীয় শালিস না মেনে জোর যার মুল্লুক তার প্রবাদ বাক্যের বাস্তবতা বিরাজমান।
গত ১০মে সন্ধার দিকে মধ্য টিয়াখালী অন্জুপাড়ার কবিরের বাড়ীর সামনে কালাম মৃধাকে প্রকাশ্য জীবন নাশের হুমকিতে নিরাপত্তা হারিয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ করেন কালাম মৃধা।