আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবলু খান (২৬) মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত ১১ টার দিকে কলাপাড়া কুয়াকাটা সড়কের মাষ্টার বাড়ি নামক এলাকায়। মৃত বাবলু একটি ব্যাটারি চালিত অটোরিকশায় কলাপাড়া থেকে শশুর বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে যাচ্ছিল যাচ্ছিল।
জানা গেছে, তার স্ত্রীর ভাই মো. আবু সালেকের ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়ে শ্বশুরবাড়ি যাবার পথে রাস্তার পাশে থামানো একটি গাছ বোঝাই ট্রলির সাথে অটো রিক্সাটি ধাক্কা খায়। এ সময় অটো রিক্সায় থাকা বাবলু ও চালক আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত্যু ঘোষণা করে।
আর আহত চালক মো. আবুল কাশেম (৪৫) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম কলাপাড়া হাসপাতালে ছুটে আসেন।
মৃত্যু বাবলু খান, পিতা- মৃত আসমত আলী খানগ্রাম: চারাখালী, ইউনিয়ন:গালুয়া থানা: রাজাপুর, জেলা: ঝালকাঠি।