চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে স্মার্ট ভূমিসেবা পেতে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সোমবার সকাল ১০ টার দিকে এক সংবাদ সন্মেলন করেছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ সংবাদ সন্মেলন করেন।
সংবাদ সন্মেলনে তিনি বলেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূলঅংশীজন হিসেবে দেশের জনগনকে সম্পৃক্ত করা,স্মার্ট ভূমিসেবার বিষয়ে সবাইকে পূঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেক্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই ভূমিসেবার মূল লক্ষ্য।
তিনি আরো বলেন’ ভূমিসেবাকে সাধারন মানুষের নিকট আরো সহজলভ্য করার জন্য ভূমি মন্ত্রনালয় ভূমিসেবাকে ডিজিলাইজেশন করেছে।
এ সবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ ডিজিটাল ভূমিউন্নয়ন কর, ১৬২২ কলসেন্টার, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মরগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অগ্রগন্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রনালয়।