আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭ মার্চ-২০২৩। আর ওই নির্বাচনে জেরে মোঃ মন্নান মাতুব্বর (৭০) নামের এক বৃদ্ধ'র দুই পা ভেঙ্গে পঙ্গু করার অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী বাজার সংলগ্ন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের মোঃ মন্নান মাতুব্বর অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এবিএম হুমায়ুন কবির কে ভোট দিয়ে জয়যুক্ত করি, অথচ তার কিছু সমর্থকরা আমরা নৌকায় ভোট দিনাই বলে প্রচার চালায়, রবিবার আমি ও আমার চাচাতো ভাই জাকির চেয়ারম্যানের বাসায় দেখা করতে যাই, দেখা করে বাজারে কিছু বাজার কিনে বাড়ি যাবার পথে স্কুলের সামনে পথ রোধ করে চেয়ারম্যানের বোনাই মজিবুর হাওলাদার নেতৃত্বে ইউসুফ মৃধা, মিরাজ মৃধা সহ ৮/১০ জন চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে, এতে আমার দুই পায়ের আজ এ অবস্থা। আমি এই বিচার চাই। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত মোঃ মজিবুর হাওলাদার বিষয় অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ছিলাম না, এবং যে জায়গায় ওই ঘটনা ঘটেছে, সেই এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ আছে, সিসি ক্যামেরা ফুটেজ দেখলে পরিষ্কার হয়ে যাবে কারা জড়িত।