আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নিজের বাড়িতে কাজ করার অবস্থায় ছাদ থেকে পড়ে নেছার (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় পারিবারিক সূত্র জানা গেছে, সকালবেলা নিজের বাড়িতে বাড়ির ছাদে শ্রমিকের কাজ করছিল, এমন কাজ করা অবস্থায় ছাদ থেকে পা পিছলিয়ে নিচে পড়ে যায়। তৎক্ষণিক পরিবারের লোক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্মরত চিকিৎসক ঘোষণা করেন।