চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় পানিতে ডুবে হোসাইন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের মো.সজীব বিশ্বাসের ছেলে। বাড়ীর পাশে ডোবায় জোয়ারের পানিতে পড়ে হোসাইন এ দূর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে মো.সজিব বিশ্বাস জানান, বাড়ীর পাশে সড়ক নির্মানের জন্য ভেকু দিয়ে মাটি কাটার ফলে ডোবার সৃষ্টি হয়েছে। ডোবার পাড়ে খেলতে গিয়ে সে ডোবার ভিতর পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।