আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মোটরসাইকেল ধাক্কায় ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯ টায় পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের রজপাড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের মোঃ ছত্তার হাওলাদারের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাজার করার জন্য রজপাড়া বাজারে যান, বাজার করে বাড়ি ফেরার পথে পিছন থেকে এসে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়, এতে সে ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।