সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় দৈনিক যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দৈনিক যায়যায়দিনের গলাচিপা প্রতিনিধি রিয়াদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার মো. রিপন মৃধা, দৈনিক আজকের বার্তার জেলা প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের গলাচিপা প্রতিনিধি সঞ্জিব দাস, আব্দুল গণি স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুসেল, ব্যবসায়ী মো. লিপু মিয়া, মো. পিন্টু মৃধা, শ্যামল শীল, তুষার সরকার, আবুল কালাম প্রমুখ। আলোচনা শেষে সেখানে কেক কাটা হয়।