আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতা, সাংবাদিক, পেশাজীবী দ্বায়িত্ববান মানুষদের সাথে ১ দিন ব্যািপ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহাঙ্গীর হোসেন'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহাীনা পারভীন সীমা সহ বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে পরিবর্তন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মসজিদের ইমাম ও চার্চের যাজক, সাংবাদিক, জেন্ডার চ্যাম্পিয়ান, নারী নির্যাতন নিরোধ কমিটির সদস্য ও স্থানীয় প্রশাসন সহ মোট ২০ জন সংলাপে উপস্থিত ছিলেন ।
সংলাপে সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন এবং ওয়ার্ল্ড কনসার্ন উপজেলায় জেন্ডার বিষয়ক কার্যক্রম সম্পর্কে অভহিত হন। ধর্মীয় নেতা সাংবাদিক, পেশাজীবী দ্বায়িত্ববান মানুষদের ভূমিকার ফলে বর্তমানে সমাজের অবস্থা।
এছাড়াও সংলাপে তাদের করণীয় সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়। ওয়ার্ল্ড কনসার্নের পক্ষে প্রোগ্রাম অফিসার (ডি.আর.আর) পায়েল চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) মাহামুদা ও মনিটরিং অফিসার বিধান বিশ্বাস উপস্থিত ছিলেন।