সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ২দিন ব্যাপী জুনিয়র হাই স্কুলের জন্য দূর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার (২২ ও ২৩ জুন) আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর আয়োজনে আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার কামাল হুসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা নিপম চাকমা, প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কামাল হুসেইন বলেন, সিআইএস এর উদ্যেগে আয়োজিত দূর্যোগ বিষয়ক ড্রিলিং প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য অনেক সহায়ক হবে এবং তিনি আগুণ লাগলে অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে কীভাবে আগুণ নেভাতে হয় তা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দেখিয়ে দেন।
সমিত কুমার দত্ত মলয় বলেন, আজকে তোমরা (শিক্ষার্থীরা) যারা এখানে প্রশিক্ষণ নিয়েছ তোমরা খুবই ভাগ্যবান যে আজকের সিআইএস কর্তৃক আয়োজিত দূর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরেছ। আজকে তোমরা যা শিখবে তা তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের জানাবে এবং শিখিয়ে দিবে। তিনি সিআইএস সংস্থাকে ও ফায়ার সার্ভিসকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রকল্প কর্মকর্তা নিপম চাকমা সকল শিক্ষার্থীদের ভূমিকম্প বিষয়ক এবং আগুন লাগলে করণীয় কী, নিজেকে কীভাবে আত্মরক্ষা করা যায় তা প্রাকটিক্যালি প্রশিক্ষণ সম্পর্কে অবহিত করেন।