আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ জাকারিয়া প্যাদা (৩২) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাছুয়াখালী গ্রামের মোঃ শাহ আলম প্যাদা'র মোঃ জাকারিয়া প্যাদা বসতঘর থেকে চঙ্গা (মই) নিয়ে তার বাড়ী পূ্র্ব পার্শ্ববর্তী মাছের ঘের পার্শ্বের মাছের ঘেরে বিদ্যূতের কাজ করতে যায়। পার্শ্ববর্তী বাড়ির বাইজিদ নামে একটি ছেলে জাকারিয়া কে অচেতন অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও বিদ্যূতে শক করে। এরপর বসতঘরে মেইন সুইচ বন্ধ করে জাকারিয়া কে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।