আপন নিউজ অফিস: কলাপাড়ায় পানিতে ডুবে সাব্বির নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ জসিম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, খেলা করছিল শিশু সাব্বির। কোনো এক সময় সবার অজান্তে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় সে। এদিকে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায় পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।