চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০০ টাকায় । ১৫ দিন আগে এ কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৫০ টাকা কেজি দরে। পরবর্তীতে ২০০ টাকা কেজি ,এরপর কেজিতে ১০০ টাকা করে বাড়তে বাড়তে রবিবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি দরে। মরিচ কিনতে গিয়ে অধিকাংশ ক্রেতার মাথায় হাত উঠেছে। তবে প্রয়োজনের অতিরিক্ত কিনছে না কেউ। দাম বেশী থাকার কারনে বেশীর ভাগ ক্রেতা ১০০ গ্রাম কিংবা ৫০ গ্রাম করে কিনছে এ মরিচ। তবে বিক্রেতা এবং ক্রেতাদের সবারই এক কথা কাঁচা মরিচের এমন দাম তারা আর কখনো দেখেননি।
শিক্ষক মোস্তফা জামান সুজন জানান, তিনি পৌরশহরের প্রধান বাজারে সবজি কিনতে গিয়ে কাঁচা মরিচের দাম শুনে হতাশ হয়েছেন। এমন দাম তিনি জন্মের পরে এই প্রথম শুনেছেন।
কাওসার নামে এক ক্রেতা জানান, তিনি সাধারনতঃ এক কেজি করে কাঁচা মরিচ কেনেন, অতিরিক্ত দামের কারনে ৮০ টাকায় মাত্র ১০০ গ্রাম কিনেছেন।
বিক্রেতা মো.রিপন জানান, তাদের বেশী দামে কেনা বলে বিক্রিও করছেন বেশী দামে। তবে তিনিও কখনো এত দাম দেখেনি বলে উল্লেখ করেন।