আমতলী প্রতিনিধিঃ অর্থ ঋণ মামলায় চার মাসের সাজা প্রাপ্ত আসামী হেলাল মোল্লাকে (৫২) মঙ্গলবার রাতে র্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছে । বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে হেলাল মোল্লার বিরুদ্ধে আমতলী আদালতে অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১০) ধারার মামলা হয়। ওই মামলায় তার চার মাসের সাজা হয়। দীর্ঘ দিন হেলাল পলাতক ছিল। মঙ্গলবার পটুয়াখালী র্যাব-৮ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমতলী সৈকত ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, চার মাসের সাজাপ্রাপ্ত আসামী হেলালকে আদালতে পাঠানো হয়েছে।