আপন নিউজ অফিসঃ কলাপাড়া থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ যোগদান করেছেন। বুধবার (৫ জুলাই) সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের সময় নবাগত ওসিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় ওসি আলী আহম্মেদ পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে একই দিনে পটুয়াখালী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন কলাপাড়া থানার বিদায়ী ওসি মোঃ জসীম।
এর আগে ওসি মো. আলী আহম্মেদ রাঙ্গাবালী, বরগুনা সদর, নলছিটিসহ বিভিন্ন থানার ওসি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
৩ জুলাই পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর সই করা চিঠিতে এ বদলি হয়ে কলাপাড়া থানায় যোগদান করেন।