আপন নিউজ অফিসঃ কুয়াকাটা-বরিশাল মহাসড়কে আল্লাহর রহমত পরিবহন নামের বাস উল্টে গিয়ে বাসের হেলপার মামুন (৩৫) একজন নিহত হয়েছে, আহত হয়েছেন কম কমপক্ষে ২০ জন। নিহত মামুন দুমকী উপজেলার লেবুখালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে আল্লাহর রহমত পরিবহনের হেলপার বলে জানা গেছে।
সোমবার কুয়াকাটা-বরিশাল মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার কুয়াকাটা থেকে বরিশাল উদ্দেশ্যে বেপরোয়া গতিতে ছেড়ে আসে, এ সময় মহাসড়কের মোহাম্মদপুর নামক স্থানে আসলে অটোর সাই দিয়ে মোড় ঘুরতে গিয়ে বাসটি উল্টে যায়, ওই বাসটি চাপা পড়ে বাসটির হেলপার মামুন, ঘটনাস্থানেই নিহত হন তিনি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক পরীবানু (৪০), হোসনেয়ার (৩০), আল আমিন (৪০), ইসমাইল (৪৫) মজিদ ঢালী (৭৫) কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দিয়ে ভর্তি দেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আহত পরীবানু ও ইসমাইল হাওলাদার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।