আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ রতন খান (৪৮) নামের এক কৃষকের তিনটি মহিষের মৃত্যু হয়েছে। এ মহিষের মৃত্যুর জন্য এসিআই কোম্পানিকে দায়ী করেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডমারি গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক মোঃ রতন খান তার লিখিত অভিযোগে বলেন, কৃষি কাজের পাশাপাশি আমি ২৩টি ও আমার ফুফাত ভাই ১৪ টি মহিষ লালন পালন করে আসছি। ঘটনার দিন আমি ও আমার ফুফাত ভাই মোঃ কালাম প্যাদা আমাদের মহিষগুলো ছেড়ে আমার উত্তর মহিষের দিকে পিছন থেকে লক্ষ্য করতে থাকি। এ সময় আমাদের মহিষগুলো ধানখালী ইউপি এর গণ্ডামারি'র এসসিআই কোম্পানীর খালি মাঠে গেলে আমার দুটি ও আমার ফুফাত ভাইে একটি মোট তিনটি মহিষ ছটফট করছে। স্থানীয় লোকজন বৈদ্যুতিক লাইন বন্ধ করার পর আমি ও আমার ফুফাত ভাই মহিষের কাছে গিয়ে দেখি মহিষ এটি মারা গেছে। পরবর্তীতে আমি ও আমার ফুফাত ভাই ডাক চিৎকার দিলে স্থানীয় ব্যক্তিবর্গ ঘটনাস্থলে আসে এসসিআই কোম্পানী কর্তৃপক্ষ অসর্তক ভাবে ছোট ছোট বাঁশের খুটি দিয়ে বৈদ্যুতিক লাইন টানিয়ে রাখছে। প্রচন্ড বৃষ্টি ও বাসাকের কারনে উক্ত বৈদুতিক তার ছিঁড়িয়া ভূমিতে পড়ে আমার ও আমার ফুফাত ভাইয়ের ৩টি মহিষ মারা যায়। এতে আমাদের ৮ লক্ষ্য টাকার ক্ষতি হয়। এ সময় যদি স্থানীয় লোকজন বৈদ্যুতিক লাইন বন্ধ না করলে আমাদের বাকি মহিষগুলোও ঘটনাস্থলে মারা মারা যেতো। তিনি আরো বলেন, আমরা কৃষক গরিব মানুষ, ওই কোম্পানির অসচেতনতার কারণে আমরা আজ নিঃস্ব হয়ে গেলাম, আমরা এ ক্ষতিপূর্ন চাই।