আপন নিউজ অফিসঃ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৩টায় কলাপাড়া পৌর শহরের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কমিটির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ ) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাবিবুর রহমান হাওলাদার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা শাখা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ হোসেন লিটন, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, এ বাংলাদেশকে একটি সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে হলে আদর্শ যুব সমাজের বিকল্প নাই। তাই সকল যুব সমাজকে ইসলামী যুব আন্দোলনের ছায়া তলে এসে একটি আদর্শ বাংলাদেশ গড়ার এই বিপ্লবী কাফেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এবং ১১৪পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা মার্কার সম্ভাব্য মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদার এর জনসমর্থনের হাতকে শক্তিশালী করতে সকলকে আহ্বান জানান।
প্রধান বক্তা মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেন, এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাই প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন সহ প্রতিটি ইউনিয়ন কমিটি সর্বোচ্চ সচল থাকতে হবে এবং ১০০% পূর্ণাঙ্গ কমিটি সহ সর্বোচ্চ জনশক্তি তৈরি করতে হবে। বিশেষ বক্তা তার আলোচনায় বলেন পীর সাহেব হুজুরের কাঙ্ক্ষিত ঘাঁটি হল কলাপাড়ার মাটি তাই এখান থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল অঙ্গসংগঠন এর কমিটির সদস্য গন ও সমর্থবৃন্দ তার নি নিজ দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ মোস্তাফিজুর রহমান, এডভোকেট জেড এম কাওছার, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা নাঈমুল ইসলাম, যুবনেতা মাওলানা মুজাহিদুল ইসলাম,মাওলানা শোয়াইব হোসাইন , মাওলানা আব্দুস সালাম, ছাত্রনেতা এইচএম শাকিরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে মুফতি মশিউর তারিখ আশরাফি এর সঞ্চালনায় এবং মাওলানা আবু ইউসুফ আশরাফির সভাপতিত্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।