চঞ্চল সাহাঃ কলাপাড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুরডুগী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত এ যুবকের নাম ওবায়দুল বয়াতী (২৪) সে ওই গ্রামের মো.নজরুল বয়াতীর ছেলে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সে নিজেদের ঘরের বারান্দার আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) মো.আসলাম হাওলাদার জানান, লাশ ময়না তদন্ত’র জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ওবায়দুল আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন।