চঞ্চল সাহাঃ কলাপাড়ায় পায়রা বন্দরে পাঁচ হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপনের উদ্বোধন করলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক। বুধবার সকাল ১০ টার দিকে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান কোক্কা মীর সহ পায়রা বন্দরে কর্তব্যরত কর্মকর্তাবৃন্দ।
এসময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাবেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পায়রা বন্দরের অভ্যন্তরে পতিত জমিতে বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ বৃক্ষ রোপন করা হবে। এছাড়া ফোর এবং সিক্স লেন সংলগ্ন সড়কের পাশে বৃক্ষ রোপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।