সঞ্জিব দাস,গলাচিপাঃ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি ভাবে উপজেলা প্রশাসন গলাচিপা রবিবার বিকাল সাড়ে ৩ টায় ইউএনও অফিস কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। সভায় সরকারের নির্দেশনা মোতাবেক স্থানীয়ভাবে যথাযথ মর্যাদাসহ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা বঙ্গবন্ধু শৈশব ও রাজনৈতিক জীবন বিষয়ে বক্তব্য সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা সহ শোক রেলি ও আলোচনা সভা বিষয়ে নানা কর্মসূচি নেওয়া হয়।
বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহির নবী কৃষি অফিসার আরজু আক্তার পল্লী বিদ্যুতের এজিএম প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন আহমেদ গলাচিপা সরকারি মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিনসহ গনমাধ্যম কর্মীরা।