আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার হালিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনকে মারধর ঘটনায় তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ। সোমবার বরগুনা ডিবির ওসি মোঃ বশির উদ্দিন এ ঘটনা তদন্তে বিদ্যালয় পরিদর্শন করছেন।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হালিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনকে না জানিয়ে গোপনে ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন। এর প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান মনি ও তার সহযোগীরা গত ১০ জুলাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বরগুনা দ্রুত বিচার ট্রাইবুনালে চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনি তার সহযোগী হারুন অর-রশিদ ও নাঈমকে আসামী করে গত ১৩ জুলাই মামলা দায়ের করেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে বরগুনা ডিবির ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সোমবার ডিবির ওসি মোঃ বশির উদ্দিন বিদ্যালয় এসে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন বলেন, ডিবির ওসি বশির উদ্দিন ঘটনা তদন্তে বিদ্যালয়ে এসেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলেছেন।
ইউপি চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনি বলেন, আমাকে হেয় করতে মিথ্যা মামলা সাজানো হয়েছে। তদন্তের বিষয়ে আমি কিছুই জানিনা।
বরগুনার ডিবির ওসি মোঃ বশির উদ্দিন বলেন, সত্য ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে।