বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রেলী, আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রেলি বের করা হয় রেলীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে শেখ কামাল কমপ্লেক্স অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এমবি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক অমি গাজীর সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান (এমপি)।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস ও নির্মল নন্দী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইয়ামিন আহম্মেদ, যুবলীগের, শ্রমিক লীগের, সরকারী মোজাহার উদ্দি বিশ্বাস অর্নাস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।