আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের নামে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার অপপ্রচার, প্রাণ নাশের হুমকি ও অশ্লীল গালাগাল করে পোস্ট দেওয়ায় কলাপাড়া থানায় একটি সাধারণ জিডি করেছেন।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। জিডি নং-৭৫৪।
জিডিতে আশিক তালুকদার উল্লেখ করেন, ১০ আগষ্ট থেকে আমাকে সামাজিক ভাবে মান ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে, এবং ৮টি ফেসবুক আইডি চিহ্নিত করেছি, ওইসব ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন সময় আমাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ন লেখা পোষ্ট করে। মাঝেমধ্যে অপপ্রচার, প্রাণ নাশের হুমকি প্রদান বা অশ্লীল গালাগাল করে। তাই আমি স্কিনশট সহ ডকুমেন্টস নিয়ে কলাপাড়া থানায় হাজির হয়ে একটি লিখিত ডাইরি করি।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ফয়জুর ইসলাম আশিক তালুকদার। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।