আমতলী প্রতিনিধিঃ বরগুনার নব-নিযুক্ত জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তালতলী উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সাথে এ মত বিনিময়ের আয়োজন করে তালতলী উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অমিত দত্ত।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ফজলুল হক জোমাদ্দার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাক।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতুবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।