আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুমন মৃধা (৪৫) নামের মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুমন মৃধা কে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত এন্তাজ মৃধা'র ছেলে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ফরিদ বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ধৃত আসামী মোঃ নওশের আলী মৃধা ওরফে নসা মৃধা ওরফে সুমন মৃধা এর মালিকানাধীন মাছের ঘেরের দক্ষিণ পাড়ে মাছের ঘের পাহারা দেওয়ার টিনের তৈরী টং ঘরের মধ্যে একজন ব্যক্তি মাদক সহ অবস্থান করছে। তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচড়ে রাখা কোমল পানিয় Fresh up লেবেল লাগানো সবুজ রংয়ের ২৫০ মিঃ লিঃ গ্রাম হালকা সবুজ রংয়ের প্লাস্টিকের খালি বোতলের মধ্যে সাদা স্বচ্ছ পলিথিনের মোড়ানো ৪টি পোটলা যার প্রতিটিতে পোটলায় ৫০ পিচ করে মোট ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান বলে তিনি জানিয়েছেন।