আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মোসাঃ নার্গিস(২৩) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নেমুপাড়া গ্রাম থেকে এ গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রামের মো: রাজিবের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মো: রাজিব ঘর থেকে বেড়িয়ে পাশ্বের ঘরে থাকা তার মাতা মোসা: ফিরোজা'কে বলে আমি মাছ ধরতে গেলাম, ঘরের দিকে খেয়াল রাখিও। সাথে সাথে ফিরোজা বেগম ঘর থেকে এসে দেখে মোসা: নার্গিস ঘটনাস্থলের বসত ঘরের মধ্যে মাটিতে মৃত্যু অবস্থায় পড়ে আছে। ভিকটিমের গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। তাদের একটি দের বছরের কন্যা সন্তান ঘুমন্ত অবস্থায় বসতঘরে রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য কারনে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। স্বামী পলাতক রয়েছে।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে, বর্তমানে স্বামী পলাতক রয়েছে।