আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় সাইদুর সরদার (৩৫) নামের তিন সন্তানের জনক খুন হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে মৃতের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত সাইদুল উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে। বিবাহিত জীবনে তার দুইজন স্ত্রী রয়েছে। সাইদুর প্রথমে নিজ গ্রামের সেলিম মুন্সির মেয়ে কাকলি বেগমকে বিবাহ করেন। সে ঘরে সাহারা (১৩), তাইবা (৩) ও সামিয়া (১১ মাস) নামের তার তিনটি কন্যা সন্তান রয়েছে। ২ বছর আগে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাইশাখোলা গ্রামের আঃ আজীজ হাওলাদারের কন্যা খাদিজা বেগমকে ২য় স্ত্রী হিসেবে বিবাহ করেন। ১ম স্ত্রী কাকলী কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোডের একটি বাড়িতে থাকেন। ঘটনার সময় সাইদুর তার ২য় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ছিলো বলে জানা যায়। পারিবারিক কলহের জের নিয়ে এ খুন হতে পারে বলে অনেকে ধারনা করছেন। তবে, ঠিক কি কারনে তিনি খুন হয়েছেন তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন কলাপাড়া থানা পুলিশ।
কলাপাড়া থানা ওসি মো. আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।