আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ এলাকায় ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। ত্রাণ চাই না, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন দাবি করেন ভুক্তভোগিরা।
শুক্রবার বেলা ১০টার দিকে ওয়াটার কিপার্স বাংলাদেশ এর আয়োজনে উপজেলার তেতুলবাড়িয়ার ভাঙ্গনের শিকার নারী-পুরুষ,ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো. আলতাফ হোসেনের সভাপত্বিতে ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর তালতলীর সমন্বয়ক আরিফ রহমানের সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য দেন ভাঙ্গন কবলিত এলাকার সাবেক ইউপি সদস্য আলম হাওলাদার, মোঃ সেলিম মাতুব্বর, মোঃ জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন,গত কয়েক বছর ধরে পায়রা নদীর অব্যাহত ভাঙনে উপজেলার তেতুলবাড়িয়া, নলবুনিয়া, জয়ালভাংগাসহ বিভিন্ন এলাকার ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রত্যেকটি পরিবার ৮-৯ বার নদী ভাঙনের শিকার। সহায় সম্পত্তি হারিয়ে অনেকে এখন ভূমিহীন হয়ে গেছেন । তাছাড়া প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে আমাদের গ্রাম প্লাবিত হয়। এ সময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রাণ নয় এখন স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ আমাদের প্রানের দাবি। মানববন্ধনে এলাকার মানুষ স্হায়ী ও টেক সই বেরিবাধ নির্মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।