সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর পুত্র কাব্য গায়েন টেনিস প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনীত কুমার গায়ের এর সুযোগ্য সন্তান ঢাকার বি কে এস পি এর ৮ম শ্রেনীতে অধ্যয়নরত। বি কে এস পি তে অধ্যয়নরত থাকিয়া বাংলাদেশ এর খেলোয়ার হয়ে বিশ্বের বিভিন্ন দেশকে হারিয়ে কাব্য গায়েন আই এফ টি এশিয়া টেনিশ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে।
কাব্য গায়েন বর্তমানে কাজাকীস্থান দেশে খেলে চ্যাম্পিয়ান হয়েছে।কাব্য গায়েন চ্যাম্পিয়ান হয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে আবারো বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিলো । সকলে কাব্য গায়েন এর জন্য আশির্বাদ করবেন।