আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লিঃ এর ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান (এমপি)।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মন্জুরুল আলম, কলাপাড়া ওসি মোঃ আলী আহম্মেদ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লিঃ সাধারণ সম্পাদক মাওলানা ডা. শহিদুল ইসলাম, সহ সভাপতি শাহ আলম খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, যুগ্ন সম্পাদক মো: রেহান উদ্দিন (রেহান), নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মিয়া।
সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি বিল্লাল খান কাবুল।
এসময় কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির সহ কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লিঃ এর ব্যবসায়ী সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীরা।