আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দুর্ঘটনায় বিধান (৩২) নামের এক জনের নিহত হয়েছে। আহত হয়েছেন হাফিজুল (২৩) ।
শনিবার (২৩) বেলা ১১ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা বাজারে এ দুর্ঘটনা ঘটেছে ।
নিহত বিধান উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মাঝির ছেলে।
জানা গেছে, ঘটনার দিন বিধান ও হাফিজুর স্কয়ার কোম্পানির ফাস্টফুডের রুচি কোম্পানি মাল ডেলিভারি দেওয়ার টমটমে ধানখালী আসছিলো। পথিমধ্যে রাস্তায় টমটমের সামনের চাকা ঘুরে উল্টে নিচে চাপা পড়ে মাথা থেতলে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার সাথে থাকা মো.হাফিজুল আহত হয়। আহত হাফিজুল কে স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।