আপন নিউজ অফিসঃ নদী একটি জীবন্ত সত্তা, আসুন এর অধিকার নিশ্চিত করি- এ দাবিতে কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও পরিবেশ কর্মী এস এম মোশারেফ হোসেন মিন্টু, নেছারউদ্দিন আহমেদ টিপু, কামাল হাসান রনি প্রমূখ। ওয়াটার কিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট, কলাপাড়া প্রেসক্লাব, আমরা কলাপাড়াবাসী এসব কর্মসূচি পালন করে।
বক্তারা কলাপাড়ার প্রধান নদী আন্ধারমানিক দখল-দূষণে মৃতপ্রায় উল্লেখ করে রক্ষার দাবি জানান। এই নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ দখলমুক্তের দাবি করেন।