শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় গলাচিপায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। ’জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষিণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারী সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ অফিসার ডা. সজল দাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোখলেসুর রহমান। এ সময় সভায় উপজেলা শিক্ষা অফিসার মো : মীর রেজাউল ইসলাম, থানার ওসির প্রতিনিধি শাহ আলম, গলাচিপা ইমাম পরিষদের লোকজন, সাংবাদিকবৃন্দ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা – কর্মচারী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা: মো: নূরউদ্দিন।
জলাতঙ্ক প্রতিরোধ ও করনীয় নিয়ে সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক র্যাবিস ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। র্যাবিস ভাইরাস দ্বারা সংক্রমিত কুকুর রোগটির প্রধান বাহক। এছাড়াও অন্যান্য প্রাণি যেমন বিড়াল, শিয়াল, বেজি, বানরও রোগটি ছড়াতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকর টিকা রয়েছে, যা রোগের লক্ষণ প্রকাশের আগে শরীরে প্রয়োগ করতে পারলে মৃত্যু এড়ানো যায়। তাই সময়মত কামড় বা আঁচড়ের সাথে সাথে আক্রান্ত স্থান সাবান পানি দিয়ে ১৫ মিনিট ধোয়া ও পূর্ণ ডোজ টিকা গ্রহণের কথা বলেন। এছাড়াও সকল পোষা ও অ-পোষা প্রাণীদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply