নাজমুস সাকিবঃ শিক্ষার্থীদের একঘেয়েমিতা দূর করতে ও শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ঘটাতে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা বনাম বড় সিকদার বাড়ি স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আমরা কলাপাড়াবাসী ফুটবল টুর্নামেন্টে কলাপাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনালে অংশ নেয় খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা বনাম সিকদার বাড়ি স্পোর্টিং ক্লাব ২দল সমতা থাকায় ট্রাইবেকারের মাধ্যমে ২ গোলে ১ এগিয়ে থেকে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা চ্যাম্পিয়ান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা লিয়াকত আলী, অধক্ষ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, মোঃ মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) কলাপাড়া থানা, মোঃ হুমায়ুন কবির সভাপতি, কলাপাড়া প্রেসক্লাব, মো: মাইনুল ইসলাম, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ কলাপাড়া, মো: মেজবাহ উদ্দিন মাননু, সংগঠক ওয়াটারকিপার্স বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: নজরুল ইসলাম, সভাপতি আমরা কলাপাড়াবাসী।
ফাইনাল খেলায় অংশ নেওয়া শিক্ষার্থী আবু তাহলা সাজিদ বলে, আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আমরা চাই মাঝে মাঝেই আমাদের এমন খেলাধুলার আয়োজন করা হোক।
আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা কলাপাড়াবাসী কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে।পড়াশোনার পাশাপাশি সহঃশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মনস্তাত্তিক বিকাশে সহায়তা করে। ফুটবল টুর্নামেন্টটি সকল শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে। যা একটি সুন্দর শিক্ষার পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি এরকম শিখামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ফাইনালে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন।
কলাপাড়া উপজেলার সরকারি কর্মকর্তা ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে খেলাটি আনন্দের সাথে উপভোগ করেন।