চঞ্চল সাহাঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা বরিশাল মানবপাঁচার অপরাধ দমন ট্রাব্যুনালের জেলা ও দায়রা জজ মো.মনজুরুল হোসেন এর বাবা মো.মোতাহার হোসেন মাতুব্বর (৮৩) ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬ টায় ইন্তেকাল করেছেন (ইন্না---রাজেউন)। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারনে নানান রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,পাঁচ ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে যানাজা এশার নামাজ বাদ সলিমপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
তাঁর মৃত্যুতে কলাপাড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজ সেবক এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।