আপন নিউজ অফিসঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী হজ্ব এজেন্সি রিয়াদুল জান্নাহ হজ্ব ওমরাহর গ্রুপের কলাপাড়া শাখা পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সি উদ্যোগে ৭ অক্টোবর শনিবার সকাল দশটায় কলাপাড়া প্রেসক্লাব মোঃ তৌহীদুর রহমান মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ এনামুল হক। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন, বাদুরতলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ এরশাদুল্লাহ।
বক্তব্য রাখেন, বাদুরতলী কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোজাম্মেল হক, গাজীপাড়া মাদ্রাসার সহঃসুপার সৈয়দ মাওলানা মোহাম্মদ ইদ্রিস হোসেন, মাওলানা মোহাম্মদ এরশাদুল ইসলাম, গাজিপাড়া চাকামইয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম মৃধা। সভায় হজ্জ ও ওমরাহ কার্যক্রমের উপর প্রশিক্ষণ দিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক ও মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। সভায় বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমেও হজ্জ ও ওমরাহ বিষয়ের উপর দিকনির্দেশনা মুলক আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।