আপন নিউজ অফিসঃ ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষ্যে কলাপাড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর শনিবার কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিনবাপী এই প্রোগ্রামের আওতায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এছাড়াও গত ১৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে এ সংগঠন। এতে ১৫০ জন প্রতিযোগিরা অংশ গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের সভাপতি তানজিল মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক মুহসিন উদ্দিন, সিঃ সহ সভাপতি হুমায়ুন সিকদার, সাংগঠনিক সম্পাদক তালিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক, হিজবুল সিকদার, প্রচার সম্পাদক, আমিনুল ইসলাম সদস্য নাজমুস সাকিব, সদস্য জিদান সিকদার প্রমুখ।