আমতলী প্রতিনিধিঃ নারীর ভূমি ও কৃষির অধিকার সংশ্লিষ্ট আইন, নীতিমালা ও মাঠের বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার তালতলীর কারিতাস বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস-আরবান এর আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন-সিডিএ এর উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবিউল কবির জোমাদ্দার।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা আরিফুর ইসলাম, ইউপি চেয়ারম্যান ডাঃ কামরুজ্জামান বাচ্চু, মোঃ নজরুল ইসলাম লিটু ও মিঃ মংখেলা প্রমুখ।